বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে চড়াই-উতরাই চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও ভাস্কর্যবিরোধী ইসলামপন্থীদের সঙ্গে। এই বিরোধিতার মধ্যেই ভাস্কর্য বিরোধী ও সরকার আলোচনায় বসতে যাচ্ছে। সম্প্রতি কুষ্টিয়া পৌরসভার পাঁচরাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার পর দেশজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগের সমর্থকরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলন ও প্রতিবাদের মুখে ভাস্কর্যবিরোধীরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল। অবশেষে দুই পক্ষের প্রতিনিধি দলের অনানুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।
বাংলাদেশে ভাস্কর্য ইস্যুতে সরকার ইসলামপন্থীদের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বলে উভয়পক্ষের সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইসলামপন্থীদের একটি প্রতিনিধি দলের অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে।
এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, দুইপক্ষের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এখন ইসলামপন্থী কয়েকটি দল ও হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চ পর্যায়ের সাথে বৈঠক চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে, সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে ইসলামপন্থীরা ভাস্কর্যবিরোধী অবস্থানেই অনড় থাকার কথা বলছেন।