ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।
সোমবার রাজধানীর কমলাপুর টিটিপাড়া সায়েদাবাদ গোপীবাগসহ বিভিন্ন এলাকার বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে শনিবার রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
রোববার মেয়র শেখ ফজলে নূর তাপস পাল্টা জবাবে বলেন, ’ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত অভিমত। এটা কোনো গুরুত্ব বহন করে না। ব্যক্তিগত আক্রোশের কোনো বক্তব্যের ব্যাখ্যা দেওয়াটাও সমীচীন নয় বলেও জানান তিনি। এসময় তিনি আরও বলেন, যদি কেউ ঘুষ গ্রহণ করে, কমিশন নেয় বা সরকারি অর্থ আত্মসাৎ করে সেটা দুর্নীতি।