নিজ সংবর্ধনা মঞ্চ থেকে নেমে আগত নেতা কর্মীসহ সকল দর্শকদেরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। অনেকেই এটাকে ব্যতিক্রম আয়োজন বলে আখ্যায়িত করেন।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে বসুরহাট সরকারী মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ এ সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে নাগরিক সমাজের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে মেয়র আবদুল কাদের মির্জাকে বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনসহ সংবর্ধনা আয়োজন কমিটির নেতৃবৃন্দরা।
এর আগে মেয়র আবদুল কাদের মির্জা পুরো অনুষ্ঠান ঘুরে নেতাকর্মীদেরকে ফুলের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, কর্নিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সহ সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বামনী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, মেয়রের সহধর্মিণী আক্তার জাহান বকুল, বিশিষ্ট কলামিস্ট রফিকুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ উদ্দিন বাবুল, আমেরিকা প্রবাসী রমেশ চন্দ্র সেন, সেলিম চৌধুরী ভিপি বাবুল, শিল্পপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল, বসুরহাট পৌর আ.লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম তানভীর, নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ সভাপতি তাশিক মির্জা কাদেরসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।