প্রেম থাকবে আর যৌনতা থাকবে না তা আবার হয় নাকি! প্রেমের সঙ্গে যোগ রয়েছে শরীরী খেলার। একটা সম্পর্ককে গড়ে তুলতে মনের মিলনের পাশাপাশি যৌনতারও প্রয়োজন। শুধু তাই নয়, একটা বয়সের পর যৌন মিলন কিন্তু ভালোবাসার একটি অংশ। জাঁকিয়ে পড়েছে মাঘের শীত। ভোররাতে কুয়াশা থাকলেও সকালের মিঠে রোদ কিন্তু বেশ মন ফুরফুরে করে দেয়। উত্তুরে হাওয়ার প্রকোপ কমতে শুরু করছে ধীরে ধীরে। আর কদিন পরই দক্ষিণী বাতাস কড়া নাড়বে দুয়ারে। বসন্তের সঙ্গে সঙ্গেই আগমন হয় প্রেমের। ইতোমধ্যে গাছের পাতা ঝরতে শুরি করেছে। আর কোকিল এখন সারাবছরই ডাকে। তবুও এই সময়টায় যেন রোম্যান্স একটু জাঁকিয়েই বসে। ফলে যৌন আকাঙ্খাও যে জাঁকিয়ে বসবে এ আর নতুন কি! তবে শরীরী প্রেমালাপে মাতার আগে কিছুটা সময় একদম নিজেদের করে নিন। নিজেদের মতো করে আনন্দে মাতুন। রইল প্রয়োজনীয় কিছু টিপস।
পোশাক নির্বাচন
এই সময়টা নিতান্তই আপনাদের। আর তাই বাইরের কাজ, চাপের কথা ভুলে কীভাবে ভালো সময় কাটানো যায় সেদিকেই মন দিন। এমন পোশাক নির্বাচন করুন যাতে আপনার মনে কোনও অস্বস্তি না থাকে। সেই সঙ্গে সঙ্গীর মন জয় করাও খুব জরুরি। নেট, স্লিভলেস পছন্দ? নিঃসংকোচে বেছে নিন মনের মতন সুন্দর অর্ন্তবাস। সঙ্গে ম্যাচিং আন্ডার গারমেন্টস।
রোম্যান্টিক কথা বলুন
রোম্যান্টিক কথা মানেই ফিল্মি দুনিয়ায় ভেসে যাওয়া নয়। কেজো কথা তো সব সময় থাকে।ঝগড়া অশান্তিও থাকে। কিন্তু এই সময়টাতে ওসব প্রসঙ্গ আনবেন না। বরং থাকুক প্রেমের প্রসঙ্গ। ফিউচার প্ল্যান করুন। নিজেদের বিশেষ কোনও ইচ্ছে থাকলে সেসব নিয়েও আলোচনা করতে পারেন। কীভাবে sex আরও আকর্ষণীয় হয়ে উঠবে সেই বিষয়েও কথা বলতে পারেন।
সব বিষয়ে লজ্জা পেয়ে লাভ নেই। বরং নিজের মনের যা ইচ্ছে সব সঙ্গীকে খোলসা করে বলুন। এছাড়াও জীবনে সব রকম অভিজ্ঞতার প্রয়োজন। এতদিন হয়তো এসব ভিডিয়ো দেখতে চেয়েও লজ্জায় দেখতে পারেননি। আর তাই নিজেরা যৌন আনন্দে মত্ত হওয়ার আগে একসঙ্গে বসে ভিডিয়ো দেখুন। এতে বাড়বে উত্তেজনা।
স্মুচ করুন
চুম্বনে প্রেম গাঢ় হয়। অভিমান ভাঙিয়ে দেওয়ার ক্ষমতা রাখে স্রেফ দীর্ঘ চুম্বনেই। আর তাই একটু রোম্যান্টিক হয়েই না হয় স্মুচ করুন। এতে মনের মিল হবে। রাগ-অভিমান দূর হবে। সেই সঙ্গে বাড়বে সম্পর্কের উষ্ণতা। আর তাই সেক্সের আগে চুম্বনের প্রয়োজনীয়তা ভীষণই গুরুত্বপূর্ণ।
যৌনতার আনন্দ স্বামীর সঙ্গে ভাগ করে নিন
প্রত্যেক সঙ্গীই চান যৌনতার সময়ে তাঁর সঙ্গীকে চরম আনন্দের শিখরে পৌঁছে দিতে। আর তাই তাঁর দিক থেকে তিনি চেষ্টা করেন যাবতীয় ভাবে সন্তুষ্ট করতে। আপনি যদি সঙ্গমের সময় সেই চূড়ান্ত আনন্দ পান, তাহলে তা স্বামীর থেকে লুকিয়ে রাখবেন না। বরং আপনার সেই কামোত্তেজক মুহূর্ত আপনার স্বামীকে আরও বেশি উত্তেজিত করে তুলবে। সেই সঙ্গে আপনার স্বামী আপনার সঙ্গ কতটা উপভোগ করছেন তাও বুঝতে পারবেন।