বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে যুবলীগের সঙ্গে ‘খেলায়’ নামার চ্যালেঞ্জ দিয়েছেন সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
চট্টগ্রাম নগরের পুরোনো রেলস্টেশনে যুবলীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে সোমবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাংসদ মুজিবর রহমান চৌধুরী বলেন, দেখতে পেলাম একজন মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে চ্যালেঞ্জ করছেন। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। মাথায় কি বুদ্ধি কম? শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। সারা দেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। আসেন, দেখেন, খেলা হবে।