প্রায় দশ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। ক্যান্সারে আক্রান্ত সাবেক এই সেনা প্রধান এতো দিন নীরবে নিভৃতে লোক চক্ষুর আড়ালেই ছিলেন। কিন্তু এখন আবার তিনি তৎপর হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সংগে যোগাযোগ করছেন। বাংলাদেশেও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংগে তিনি যোগাযোগ করেছেন। সবার কাছেই তিনি দেশে ফেরার আকুতির কথা জানিয়েছেন।
দেশে ফিরে জনগণের জন্য কিছু করতে চান-এমন কথা বলেছেন, সরকারের অন্তত দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। সংশ্লিষ্ট সূত্র গুলো বলছে, তাদের মঈন বলেছেন, শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে তিনি গর্বিত। এজন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে চান। আওয়ামী লীগের রাজনীতি করার অভিপ্রায় জানিয়েছেন ওয়ান ইলেভেনে দুর্দান্ত ক্ষমতাবান এই ব্যক্তি। নিউইয়র্কে, আওয়ামী লীগের অন্তত তিনজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে এখন নিয়মিত যোগাযোগ রাখছেন জেনারেল মঈন। তাদের সংগে নিয়মিত টেলিফোনে কথা বলছেন।
স্থানীয় আওয়ামী লীগ বিজয় দিবস এবং মুজিব বর্ষের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানাতে পারে কিনা, সে ব্যাপারেও তিনি জানতে চাইছেন। নিউইয়র্কে আওয়ামী লীগের একজন নেতাকে জেনারেল মঈন বলেছেন ‘তিনি বিএমএ (বাংলাদেশ মিলিটারী একাডেমী) প্রথম ব্যাচ। ঐ ব্যাচের সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু প্রধান অতিথি ছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে তার কিছু স্মৃতি আছে। কোন অনুষ্ঠানে আমন্ত্রন পেলে, তা বলতে চান।’ তবে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা মঈন ইউ আহমেদ সম্পর্কে আওয়ামী লীগের মনোভাব কি তা সঠিক ভাবে জানেন না। এজন্য তার সংগে প্রকাশ্যে সাক্ষাৎ করা কিংবা তাকে কোন অনুষ্ঠানে আমন্ত্রন জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্বিধাগ্রস্থ।
আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ‘মঈন ইউ আহমেদের বিরুদ্ধে দেশে কোন মামলা নেই। কাজেই তার দেশে আসার ক্ষেত্রেও কোন আইনগত সমস্যা নেই।’ তবে তিনি বলেন ‘ওয়ান ইলেভেনে তার রাজনৈতিক অভিলাষ এবং অতি উৎসাহী ভূমিকার কারণে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ক্ষতিগ্রস্থ হয়েছেন, নির্যাতিত হয়েছেন। মঈনের ব্যাপারে তাদের ক্ষোভ কখনো শেষ হবে না।’