জনগণকে সঙ্গে নিয়ে মৌলবাদী শক্তিকে প্রতিহত করবো বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সোমবার (১৪ ডিসেম্বর) ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ পবিত্র সংবিধানে উল্লেখ আছে। এদেশে মাঝে মধ্যে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিলে জনগণ প্রতিবাদ করে। জনগণের প্রতিবাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করি।
তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বলেন, দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র আজকের দিনটাকে মনে করিয়ে দেয়। সব শহীদ বুদ্ধিজীবীদের গভীরভাবে শ্রদ্ধা জানাই।