ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় এক বছর পর বুধবার ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার (৯ ডিসেম্বর) ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
বুধবার দলের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের কাছ থেকে অনুমোদিত কমিটি গ্রহণ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
নিজাম উদ্দিন হাজারী জানান, নবঘোষিত জেলা কমিটিতে প্রবীণ আইনজীবী হাফেজ আহম্মদকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মাষ্টার আলী হায়দার, আকরাম হোসেন হুমায়ুন, প্রিয়রঞ্জন দত্ত, ইফতেখার ইসলাম, খায়রুল বাশার মজুমদার তপনকে সহ-সভাপতি, আবদুল করিম, নুর হোসেন, জহির উদ্দিন মাহমুদ লিপটনকে যুগ্ম সম্পাদক, একেএম শহীদুল্লাহ খোন্দকারকে দপ্তর সম্পাদক, মামুনুর রশিদ মিলনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রবীন আইনজীবী আকরামুজ্জামানকে সভাপতি ও নিজাম উদ্দিন হাজারীকে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই গত ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে আকরামুজ্জামান মারা যান। সভাপতির শূন্যপদে সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি হাফেজ আহম্মদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।