পাবনার চাটমোহরে সোমবার (২৮ ডিসেম্বর) সকালে পৌরসভা নির্বাচন দেখতে গিয়ে সুজন মাহমুদ নামের এক নৌকা সমর্থকের মৃত্যু হয়েছে। জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।আজ সকাল ১০টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
সুজন উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বালুচর মাঠ এলাকায় কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুজন। তার বুকে লাগানো ছিল নৌকা মার্কার ব্যাজ। এসময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান খান বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় সুজনের।
চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, সুজন তাদের সঙ্গেই দাঁড়িয়েছিলেন। তিনি ভোট দেখতে এসেছিলেন। হঠাৎ মাটিতে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়।
এদিকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।