বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় কয়েক ঘণ্টার ব্যবধানে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। শুক্রবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনকে পুনরায় প্রার্থী করা হয়। এতে তার সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইয়ে যায়। সুমন নিজে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। কিন্তু, শনিবার সকালে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ফরমে মেয়র হিসেবে যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতিকে মনোনয়ন দেয়া হয়। এতে মতির সমর্থকদের মাঝে খুশির জোয়ার বইলেও সুমনের লোকজনের মাঝে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে বগুড়ার সারিয়াকান্দি, সান্তাহার ও শেরপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকালে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সারিয়াকান্দি পৌরসভায় বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, শেরপুর পৌরসভায় বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার এবং সান্তাহার পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টুকে একক প্রার্থী ঘোষণা করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে প্রার্থীরা তাদের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত হন।
এদিকে শনিবার সকালে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে সারিয়াকান্দি পৌরসভায় আলমগীর শাহী সুমনের পরিবর্তে মতিউর রহমান মতিকে নৌকার মাঝি করা হয়। বিকালে খবরটি প্রচার হলে মতির সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইতে থাকে।
তবে সারিয়াকান্দি পৌর এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের এমপি মরহুম আবদুল মান্নানের সাথে মতবিরোধের কারণে তাকে (সুমন) কোনঠাসা করা হয়। তাকে বরখাস্ত দেখিয়ে সেখানে যুগ্ম সম্পাদক আবদুল খালেক দুলুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নেতারা এসে সুমনকে আবারো সাধারণ সম্পাদক করলেও তা মানা হয়নি।
আবদুল মান্নানের মৃত্যুর পর উপনির্বাচনে তার স্ত্রী সাহাদারা মান্নান শিল্পী এমপি হন। তার সঙ্গেও সুমনের সুসম্পর্ক গড়ে উঠেনি। সমর্থকদের ধারণা- প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে মেয়র পদ থেকে যোগ্য ও জনগণের বিপুল সমর্থন পাওয়া আলমগীর শাহী সুমনকে সরিয়ে মতিকে নৌকার মাঝি করা হয়েছে।
শনিবার দুপুর থেকে সুমন সমর্থক বিশেষ করে নারী ভোটাররা ফুঁসছেন। তারা রোববার প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামতে পারেন বলে শোনা যাচ্ছে।
কেনো এই পরিবর্তন জানতে চাইলে দলের জেলা কমিটির সদস্য প্রভাষক কামরুল হুদা উজ্জল জানান, দলীয় সভানেত্রী ও সিলেকশন বোর্ডের বিবেচনায় এই পরিবর্তন হয়েছে।
এদিকে নির্বাচন প্রায় দোরগোড়ায় এসে পড়লেও সারিয়াকান্দি পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। জেলা বিএনপি কার্যালয় থেকে জানানো হয়েছে, সারিয়াকান্দি উপজেলায় বিএনপির প্রার্থী আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।
বিএনপি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ম ফরম উত্তোলন করেন প্রয়াত মেয়র আলহাজ্ব টিপু সুলতানের স্ত্রী সাবিনা ইয়াসমিন বেবী। এছাড়াও অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর মেয়র পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ জানান, দলীয়ভাবে দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। বিএনপির সকল প্রার্থীকে জয়ী করতে আমরা মাঠে নেমে প্রচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছি।