পদ্মা সেতুর সেতুর নাম ফজিলাতুন্নেসা মুজিব ‘‘বঙ্গমাতা সেতু‘‘ করার দাবিতে টুঙ্গিপাড়ায় এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সেমাধি সৌধ কমপ্লেক্সের উন্মুক্ত মঞ্চে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন আয়োজক সিরাজদ্দৌলা চৌধূরীর বাড়ি রংপুর সদরে।
সংবাদ সম্মেলনের সিরাজদ্দৌলা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের বহু দিনের স্বপ্ন পদ্মা সেতু। দেশিয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় সেতু এখন পুরাটাই দৃশ্যমান। বঙ্গবন্ধুর সকল সফলতার পিছনে সব সময় শক্তি ও প্রেরণা দিয়েছেন তার সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব।’

তিনি আরো বলেন, ‘আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সেতুটির নাম ‘বঙ্গমাতা সেতু’ করার দাবি জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা তার দাবির প্রতি সমর্থন জানান।