অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় বিনোদন অঙ্গনে পরিচিত মুখ জ্যোতিকা জ্যোতি। এবার আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে পদ পেয়েছেন অভিনেত্রী ও সাবেক ছাত্রী নেত্রী।
গেল বছরের শেষ দিনে ৯৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যেখানে সদস্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী জ্যোতি। ৯৪ সদস্যবিশিষ্ট এই উপকমিটির চেয়ারম্যান পদে আছেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দেলোয়ার হোসেন।
২০১৮ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে উপনির্বাচন এবং সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জ্যোতি। কিন্তু সেবার টিকিট না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে বেশ সরব ছিলেন রাজনীতির মাঠে।
২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। এরপর বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি । পরবর্তীতে জ্যোতির ‘জীবনঢুলী’ ও ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়।