দুই হাজার কুড়ি সালে “অপরাজিতা অপু” ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে অনুপ্রবেশ ঘটেছিল অভিনেত্রী সুস্মিতা দের। তার মিষ্টি হাসি, প্রাণবন্ত অভিনয় ও দুষ্টু মিষ্টি কথা মন কেড়েছিল দর্শকদের। তবে আপনি কি জানেন বিগত দুই বছর ধরে অনস্ক্রীন এর পাশাপাশি অফস্ক্রিনেও চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী? সম্প্রতি প্রেমিকের জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে এল অভিনেত্রীর গোপন প্রেমিক এর প্রথম ঝলক!
23শে জানুয়ারি প্রেমিক অনির্বাণ রায়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ার পাতায় শুভেচ্ছা বার্তা জানিয়ে তাদের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন সুস্মিতা। দু’বছরের গোপন প্রেম সামনে আসতেই এক নামী সংবাদ সংস্থার তরফে অভিনেত্রীকে তার প্রেমিকের সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করা হলে মিষ্টি হেসে অভিনেত্রী সেই ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতেই চেয়েছেন। তবে শো-বিজ জগতে কোনোকিছুই ধামা চাপা থাকেনা। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অভিনেত্রী গোপন প্রেমিক সম্পর্কিত বিশদ বিবরণ।
ভিডিও দেখতে ক্লিক করুন-
এই অনির্বাণ রায় আসলে কে? আসুন জেনে নেওয়া যাক। পেশায় বিনোদন জগতের অনুষ্ঠানের আয়োজক অনির্বাণ রায় হলেন মালদার ছেলে। বছর দুয়েক আগে এক বিউটিহান্ট প্রতিযোগিতায় শুরু হয়েছিল তাদের আলাপচারিতা। পরবর্তীকালে বন্ধুত্ব থেকে প্রেম- ধীরে ধীরে বদলেছিল সম্পর্কের সমীকরণ। তবে হঠাৎই কেন তাদের এই গোপন প্রেম কাহিনী সর্বসমক্ষে তুলে ধরতে গেলেন অপারাজিতা অপু? সেই প্রশ্ন মাথায় আসতেই অনেকেরই মনে হয়েছে তবে কি এইবার গাঁটছড়া বাঁধতে চলেছেন সুস্মিতা?
সেই উত্তর কিন্তু এখনো অধরা! সূত্রের খবর অনুযায়ী এযাবৎকাল পর্যন্ত অভিনেত্রীর এই গোপন প্রেমের ব্যাপারে সেটের প্রত্যেকেই অপরাজিত অপু সেটের প্রত্যেকে অবগত ছিলেন। এমনকি সেই কারণে অভিনেত্রীকে সেটে রসিকতা করে “মালদা” নামেও ডাকা হয়। আর কাকতালীয়ভাবে ধারাবাহিকেও তিনি মালদার বিডিও চরিত্রে অভিনয় করছেন। সব মিলিয়ে জমজমাট অভিনেত্রীর অফস্ক্রিন প্রেম কাহিনী। তবে এদিন প্রেমিকের জন্মদিনে তার সাথে কাটানো মুহূর্তগুলি পোস্ট করার সাথে সাথে অভিনেত্রী জুড়ে দিয়েছেন এক রিল ভিডিও। বলাবাহুল্য, আপলোড হতেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি!
Discussion about this post