ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।ভিডিও ফুটেজে দেখা যায়, ফুটবলভক্তরা রাজধানী ইয়াউন্ডের পল বিয়া স্টেডিয়ামে প্রবেশ করতে প্রচণ্ড ধাক্কাধাক্কি করছেন।
ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, হতাহত আরও বাড়তে পারে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বহু শিশু নিখোঁজ হয়েছে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৬০ হাজার দর্শকের কিন্তু করোনা বিধিনিষেধের কারণে ৮০ শতাংশের বেশি পূর্ণ করায় নিষেধাজ্ঞা ছিল।
ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৫০ হাজার মানুষ খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকতে চাচ্ছিলেন। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিআরটিভি জানায়, ছয়জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছে।সূত্র: বিবিসি।
Discussion about this post